লজ্জ্বাবতী বউকে অফিসের বসরা জর করে খেলে | Jor kore Bou office Boss
কবির সাহেব অফিস থেকে ফেরার পথে প্রতিদিন স্টেশনের কাছের এই চায়ের দোকানে চা খেতে আসেন। এক কাপ চা আর একটা বেনসন সিগারেট খেয়ে বাড়ির পথে রওয়ানা দেন। এসময় তেমন একটা ভীড় থাকে না দোকানে। প্রায়ই দোকানদারের সাথে এটা সেটা নিয়ে গল্প করে। প্রতিদিনের মতো আজও কবির সাহেব দোকানে এসে দেখে দোকানের সামনে রাখা বেঞ্চের এক কোনে উসকোখুসকো চুল-দাড়িওয়ালা এক লোক চুপ করে বসে আছে। তাকে দেখে ভীষণ হতাশ মনে হচ্ছে। এক কাপ চায়ের কথা বলে কবির সাহেব লোকটার পাশে এসে বসলেন। ইতস্ততঃ করে জিজ্ঞেস করলেন, আপনি কি ঠিক আছেন? মানে কোন সমস্যা? লোকটা মুখ তুলে তাকালো কিন্তু কিছু বল্লোনা। আবার মাথা নিচু করে বসে রইলো। চা-সিগারেট খেয়ে কবির সাহেব যখন উঠবেন বলে ভাবছেন ঠিক তখন লোকটা মাথা নিচু করেই বললেন, একটা গল্প বলবো আপনাকে, ভাই।আমার গল্প শোনার সময় কি হবে আপনার? কবির সাহেব কৌতুহল অনুভব করলেন। তার বৌ বাপের বাড়ি গেছে গতকাল। বাড়ি ফিরে তেমন কিছু করার নেই। যদি একটা জম্পেশ গল্প শোনা যায় তবে ক্ষতি কি! মনে মনে ভাবলেন কবির সাহেব। আপনার যদি কোন আপত্তি না থাকে তবে বলতে পারেন আমাকে। আমি খুব ভালো শ্রোতা। বললেন কবির সাহেব।আবার দুটো চা এবং সিগারেটের কথা বলে কবির সাহেব গুছিয়ে বসলেন। লোকটি বলতে শুরু করলো। আমার নাম সুবির। একটা নামকরা কোম্পানীতে জেনারেল ম্যানেজারের পদে চাকরী করতাম। কোম্পানীর নাম শুনে কবির সাহেব ভালো করে তাকালেন লোকটির দিকে। দেশের স্বনামধন্য কোম্পানী। সবাই এক নামে চিনে। এমন এক কোম্পানীর জেনারেল ম্যানেজারের কিনা এই অবস্থা! কবির সাহেবের মনের কথা বুঝতে পেরে লোকটি মৃদু হাসলো।বললো, আমাকে দেখে আপনার বিশ্বাস হচ্ছেনা তাইতো! কবির সাহেবকে লজ্জা পেতে দেখে সুবির বল্লো, লজ্জা পাবার কিছু নেই। আসলে আমি আজ সকালে জেল থেকে ছাড়া পেয়েছি। না, কোন ক্রাইম আমি করিনি। তবুও তিনদিন জেল খাটতে হয়েছে। আমার নামে অভিযোগ ছিলো আমি নাকি কোম্পানীর আশি লক্ষ টাকা আত্মসাৎ করেছি! বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তবে কেনো আমাকে ফাঁসানো হলো সেই গল্পই আমি বলবো। নামে গল্প আসলে এটা সত্যি কাহিনী। আমার জীবনের এক কালো অধ্যায়!মানুষের জীবন খুব বিচিত্র। ভাগ্য মানুষকে নিয়ে নানান খেলা খেলে। মানুষের কিছুই করার থাকেনা। লোকটার কথা শুনে আগ্রহে যেনো ভাটা পড়লো কবির সাহেবের। আশ্চর্য! লোকটা সেটা বুঝেই বল্লো, আপনি ভাবছেন এসব তো হরহামেশাই হয়। এ আর নতুন কি? একটু ধৈর্য ধরে শুনুন দয়া করে। হতাশ হবেন না কথা দিচ্ছি। কবির সাহেব আবার লজ্জা পেলেন। লোকটা কি সবজান্তা নাকি! মনের সব কথা বুঝে যাচ্ছে কি করে! কষ্ট মাখা একটা হাসি দিয়ে সুবির আবার ঘটনায় ফিরলো। ঘটনার সুত্রপাত আজ থেকে মাস খানেক আগে। আমাদের অফিসের একটা পার্টিতে সস্ত্রীক উপস্থিত ছিলাম, এটাই কোম্পানীর রেওয়াজ।
আরও পড়ুন